বগুড়া সদর উপজেলা

বগুড়া-রংপুর মহাসড়কের পাশে বস্তায় মোড়ানো এক নবজাতক উদ্ধার

বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পাশে বস্তায় মোড়ানো এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে পথচারী এক নারী শিশুটিকে বস্তায় মোড়ানো অবস্থায় দেখতে পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি খুবই নাজুক অবস্থায় নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবদুল ওয়াদুদ জানান, সকালে বেবি বেগম নামে একজন নারী নবজাতককে রাস্তার পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নবজাতক ছেলে শিশুটির ওজন মাত্র ৮শ গ্রাম হওয়ায় তার শারীরিক অবস্থা খুবই নাজুক। তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান এই চিকিৎসক।

মেডিকেল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুল আজিজ মণ্ডল জানান, ঐ নবজাতককে কে বা কারা বস্তায় মুড়িয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে তা অনুসন্ধানে তারা কাজ করছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button