প্রেরণা বিশেষ শিশু সহায়তা কেন্দ্রে প্রতিবন্ধীদের নিয়ে পিঠা উৎসব

প্রেরণা বিশেষ শিশু সহায়তা কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধী শিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয় ।
আজ শুক্রবার বিকাল ৪ টায় প্রেরণা বিশেষ শিশু সহায়তা কেদ্রে প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে এ আয়োজন করা হয় ।
নানা রকম উৎসব অনুষ্ঠান থেকে যেনো প্রতিবন্ধী শিশুরাও পিছিয়ে না থাকে, তারাও যেনো এমন অনুষ্ঠানের অংশ হয়ে থাকতে পারে সেজন্যই এ উৎসব অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধীদের নিয়ে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুরুল কাদের, বিভাগীয় প্রধান স্ক্যান সিমেন্ট, উপস্থিত ছিলেন ডেভলপমেন্ট থেরাপিস্ট মুস্তারী জান্নাত, এবং শিশু সহায়তা কেন্দ্রের নির্বাহী প্রধান ও প্রতিবন্ধী বিষয়ক পরামর্শক মাহাদী ইসলাম।
নির্বাহী প্রধান মাহাদী ইসলাম বলেছেন – প্রতিবন্ধী শিশুদেরকে ঘরে বসিয়ে না রেখে এধরনের বিভিন্ন রকম উৎসব অনুস্থানে অংশগ্রহণ করালে, তাদের স্কুলে পাঠালে মানসিক এবং সামাজিক বিকাশ সাধন পাবে।
পরিশেষে শিক্ষার্থীদের প্রতি মঙ্গল কামনা করে পিঠা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়েছে ।