পলিটেকনিক ইনস্টিটিউটশিক্ষাশিক্ষা প্রতিষ্ঠান

বগুড়ায় পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

আজ ১৬ই ফেব্রুয়ারি রবিবার বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-কর্মচারীবৃন্দ ইন্সটিটিউটের প্রধান ফটকের সামনে রাস্তায় মানববন্ধনে অংশ নেন।

সারাদেশে পলিটেকনিক ২য় শিফটের শিক্ষকদের সম্মানী হ্রাসের প্রতিবাদে এবং কারিগরি শিক্ষার নিয়োগবিধি অনুযায়ী কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন উর্ধতন পদগুলিতে কারিগরি শিক্ষায় কর্মরত কর্মকর্তাদের মাধ্যমে পূরনের দাবীতে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারীরা এ শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, বেতন ভাতা জটিলতার কারণে ২য় শিফটের শিক্ষার্থীদের ক্লাসবর্জন করা হয়েছে, গত ১লা ফেব্রুয়ারি থেকে ১ম শিফটের নিয়মিত ক্লাস চললেও ২য় শিফটের ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। এতে করে

চলমান আন্দোলনে বিপাকে সারাদেশের ২য় শিফটের পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। 
চলমান সংকটে সরকারকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছে সারাদেশের পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ৷

সানিম হাসান রুদ্র/বগুড়া লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button