উত্তর জনপদের উন্নয়নে কাজ করছে সরকার:সাখাওয়াত হোসেন শফিক
অবহেলিত উত্তর জনপদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তেমনি আগামীতেও গণমাধ্যম এই জনপদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক বগুড়ার সন্তান সাখাওয়াত হোসেন শফিক।
আজ দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি আরো বলেন,শেখ হাসিনা কোন দলমত কিংবা আঞ্চলিক ভেদাভেদে বিশ্বাস করেন না।উনি একযোগে সারাদেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তাতে এই দেশ উন্নয়নের দেশে রুপান্তরিত হতে আর বেশি দিন বাকি নাই।এইজন্য দলমত নির্বিশেষে সকল দেশ প্রেমিক নাগরিকের উচিত শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করা।
এসময় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক,বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ,কে,এম আসাদুর রহমান দুলু সহ আরো অনেকে।