বগুড়ায় আসছেন আয়মান সাদিক সহ একঝাঁক তারকা
সকাল ফাউন্ডেশন এর আয়োজনে “সাইবারটেক সকাল ফাউন্ডেশন ইয়ুথ কনফারেন্স ২০২০” আগামী ১২ মার্চ বগুড়া টিটু মিলনায়তনে এই প্রথম আসছেন ফেসবুক ইউটিউবে শিক্ষা প্রদানকারী ১০ মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক। রেজিষ্ট্রেশন করে আপনিও যোগ দিতে পারবেন অনুষ্ঠানে, আগামী ২১ শে ফেব্রুয়ারি থেকে সাইবারটেকের সকল শাখা হতে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজিষ্ট্রেশন করুন এই লিংক এর মাধ্যমে 👉 https://bit.ly/383Bzte
অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বগুড়ার যুগ্ন দায়রা জজ শাহাদাত হোসেন, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সকাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রেন্ট ম্যানিং, তারকা মডেল ও অভিনেত্রী শামীমা তুষ্টি, মীরাক্কেল সিজন-৬ এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি। অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া পার্টনার “বগুড়া লাইভ“।
অনুষ্ঠানে যা যা থাকছে – টি শার্ট বিতরণ, সেলফি উইথ আয়মান সাদিক, ক্যারিয়ার সেশন, র্যাফেল ড্র, দুপুরের খাবার, স্ন্যাক্স, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর কনসার্ট।
২০১০ সালের ৮ই মার্চ থেকে যাত্রা শুরু হয় সকাল ফাউন্ডেশন সংগঠনটির। সমাজের পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনা ও মেধা বিকাশের পরিবেশ সৃষ্টি করা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, গরীব অসহায় মানুষের পাশে থেকে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
সকাল ফাউন্ডেশনের সভাপতি এস এম শামীম বগুড়া লাইভকে জানান, এই ইভেন্টের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের এবং যুবকদের এসডিজি অর্জনে উৎসাহিত করা। যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য পূরণে কাজ করতে পারি। যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার লক্ষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুদক্ষ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দৃঢ় সংকল্পবদ্ধ এই সংগঠনটির।