খেলাধুলা

টি-টোয়েন্টি মেজাজে বগুড়ার তানজিদ তামিমের সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকালেন অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার বগুড়ার সন্তান তানজিদ হাসান তামিম।

দুই দিনের প্রস্তুতি ম্যাচ এ জিম্বাবুয়ের ফাস্ট ইনিংস এ করা ২৯১/৭( ডিক্লেয়ার) জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বিসিবি একাদশ, ৭ নাম্বার এ নেমে অধিনায়ক আলামিন জুনিয়র এর সাথে ১৬০+ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম,

৮৬ বলে ১০ চার ও ৫ ছয়ে শতক পূরণ করেন এই ব্যাটসম্যান। ১০৩ রানে অপরাজিত আছেন এখন
খেলতে পারলে পজিশন কোন ম্যাটার না তাই বুঝিয়ে দিলেন তানজিদ তামিম।

বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের সঙ্গে বেশি কিছু মিল আছে যুবা ক্রিকেট দলের তানজিদ হাসান তামিমের। বাঁ-হাতে ব্যাট করেন তিনি। তরুণ বয়সের তামিমের মতো শট খেলতে পছন্দ করেন। খেলেনও ওপেনার হিসেবে।

যুবা বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নামও তামিম। সুপার লিগ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন এই যুবা ক্রিকেটার।

এই বিভাগের অন্য খবর

Back to top button