বগুড়ার পলীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজ (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম দিনের ক্রীড়া প্রতিযোগিতা অধিবেশন সম্পন্ন এবং দুপুরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে ।
পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, পল্লীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পল্লীমঙ্গল কে কে কিন্ডার গার্টেন এর যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পল্লীমঙ্গল বারুই পাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব গোলাম মোহাম্মাদ সিরাজ, অনুষ্ঠানে বেলুন ও শান্তির প্রতিক বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষনা করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাহফুজা খানম লিপি, শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, শাখারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান জাহিদ হেলাল। উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাহফুজার রহমান মাফু, মোঃ শাহজামাল, মিজানুর রহমান মিঠু, এ কে এম আবু শাহীন সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পল্লীমঙ্গল বারুই পাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ খালেদা আক্তার,সহকারী শিক্ষক শফি মাহমুদ নুর, আব্দুর রউফ এবং পল্লীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।