বগুড়ায় প্রকাশ্যে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়ার চন্ডিহারা বন্দর এলাকায় প্রকাশ্যে আপেল মাহমুদ ফকির নামে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে দূর্বৃত্তরা । এ সময় গুরুতর আহত হয় নিহতের বড় ভাই মামুন।
নিহত আপেল মাহমুদ ফকির (৩৫) বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।
জানা যায়, নিহত মামুন ও তার বড় ভাই মামুন গরু কেনার জন্য বাসে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন। বাসটি বগুড়ার চন্ডিহারা বন্দর এলাকায় পৌছালে একদল দূর্বৃত্ত জোরপূর্বক তাদের গাড়ি থেকে নামিয়ে নেয় এবং বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বুজরুক মাঝিড়া নামক স্থানে কুপিয়ে হত্যা করে ফেলে যায়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, দলীয় কোন্দলের কারণে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আপেলের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।