বগুড়া সদর উপজেলা

বগুড়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে প্রভাত ফেরী র‍্যালী, বইমেলা সহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহর রাত ১২ টা ০১ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জনাব ফয়েজ আহমেদ।

পরবর্তীতে বগুড়া জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা বিএনপি, বগুড়া পৌরসভা, বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন ।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী ব্যানারে র‍্যালী বের করে শহরের মূলকেন্দ্র সাথমাথা সহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।

এসময় প্রভাত ফেরী র‍্যালীতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা,বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সহ সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক আল রাজি জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ সহ আরো অনেকে।

বগুড়া লাইভ/হারুন উর রশিদ

এই বিভাগের অন্য খবর

Back to top button