বগুড়ার ধুনটে ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব-থানায় অভিযোগ
বগুড়ার ধুনটে ধর্ষণের শিকার হয়ে জন্ম নেওয়া কন্যাসন্তানকে নিয়ে থানায় হাজির হয়েছেন এক কিশোরী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বগুড়ার ধুনট থানায় এ ঘটনা ঘটে।
ধর্ষিতা কিশোরীর অভিযোগ ১০ মাস আগে প্রতিবেশি কিশোর মেহেদী হাসান (১৭) তাকে ধর্ষণ করেছিল।
গ্রামের প্রভাবশালীদের ভয়ে আইনের আশ্রয় নিতে পারেনি। পুলিশ ঘটনার বর্ণনা শুনে মামলা নিতে রাজি হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান।
অভিযোগ হতে জানা গেছে, ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরীকে ১০ মাস আগে ধর্ষণ করে মেহেদী। এতে ওই কিশোরী গর্ভবতী হয়। পরে কিশোরীর নিজের পরিবার ও স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের কাছে বিচার দাবি করে।
কিন্তু তারা আজ নয় কাল বলে বিচারের নামে কালক্ষেপণ করেন। এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি ওই কিশোরী কন্যাসন্তানের জন্ম দেন। এরপর সোমবার মেহেদীর বিচার ও শিশুটির পিতৃপরিচয়ের দাবিতে ধুনট থানায় আসে কিশোরী।
কিশোরীর মা বলেন, আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার দিয়েছিলাম। কিন্তু তারা দীর্ঘদিনেও কোনও বিচার করে দিতে পারেনি।
উল্টো কিছু মাতব্বর আমাদের হুমকি প্রদান করে।
এ বিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান মিজান জানান, মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। ওই কিশোরী ও তার সন্তানের চিকিৎসা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।