খেলাধুলা

মুশফিক মুমিনুল এর সেঞ্চুরি, লিড দিচ্ছে বাংলাদেশ

বিরতির পর সেঞ্চুরি হাকালেন মুশফিকুর রহিম অপরদিকে সেঞ্চুরি করেছেন মুমিনুল হকও। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন পার করেছে বাংলাদেশ।

এই সংবাদ লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৩৭৭ রান। ব্যক্তিগত ১১৮ রানে মুশফিক ও ১২৬ রানে মুমিনুল অপরাজিত আছেন। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ১১৩ রান।

গত শনিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে।

পরের দিন আবার তারা ব্যাটিংয়ে নামে। ২৬৫ রান করে অলআউট হয় তারা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ১০৭ রান করে আউট হন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি ৪টি, নাঈম হাসান ৪টি ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button