Uncategorized

বীরগঞ্জে এতিম শিশুদের মাঝে টিএমএসএসের শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে গত বুধবার সকালে টিএমএসএস
ফাতিমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের উদ্যোগে গরীব ও দুঃস্থ্যদের মাঝে কম্বল
বিতরন করা হয়েছে। উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে প্রতিষ্ঠিত টিএমএসএস ফাতিমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে শতাধিক কম্বল ও ভেসলিন বিতরন করেন।

উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল
ইসলাম চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ও বিশেষজ্ঞ ডাঃ এমএ লতিফ, শরীফুল ইসলাম প্রধান, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম মঞ্জুর, ঠেংগামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ফাতিমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের ট্রাস্টি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ডাঃ শেখ সোনিয়া পারভীন এমবিবিএস।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন সিভিল সার্জন টিএমএসএস ফাতিমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের ডাঃ এমএ মোমিন। উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়
করিমপুর গ্রামের ঠেংগামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ফাতিমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের উদ্যোগে গরীব ও দুঃস্থ্যদের মাঝে কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশজীবি সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button