বগুড়ায় ইলিয়াস কাঞ্চনের আগমণে ফুলেল শুভেচ্ছা
নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক সফরে গতকাল রাত ১১টায় বগুড়ায় পৌছেছেন। ইলিয়াস কাঞ্চনের সাথে সফর সঙ্গী হিসেবে আছেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন। নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বগুড়া মমইন হোটেলে পৌছেলে সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান নিসচা বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক মো: রকিবুল ইসলাম সোহাগ, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সহ-সাধারন সম্পাদক রায়হান আহম্মেদ রানা, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, সদস্য শাজাহান বাবু,রবিউলসহ আরো অনেকে।
উল্লেখ্য, আজ ৭ মার্চ ব্যাক্তিগত কাজ শেষে দুপুর ২টায় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন ইলিয়াস কাঞ্চন ও নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন। সফর শেষ করে ইলিয়াস কাঞ্চন ও এসএম আজাদ হোসেন আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
সুত্রঃ নিরাপদ নিউজ