প্রয়োজনীয় তথ্য

বগুড়ায় মাস্কের দাম বেশি নিলে যে নম্বরে অভিযোগ করবেন

বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পরেছে নভেল করোনা ভাইরাস। এরই মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের ১১৫ টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পরার খবর পাওয়া গেছে।

বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পরার পর থেকে হঠাৎ চাহিদা বেড়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের। এমন সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে কয়েকগুণ। এসব অসাধু ব্যবসায়ীদের ধরতে মাঠে নেমেছে বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফোন করে অভিযোগ করতে পারবেন এই নম্বরে,
০১৩১৮-৩৯৬৯৬০

অভিযোগ করা হলে ভোক্তা অধিদপ্তর সব ধরনের সহায়তা প্রদান করবে। অভিযোগ প্রমাণিত হলে আপনি পাবেন জরিমানার ২৫ শতাংশ অর্থ এমনটি জানান, বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

উল্লেখ্য গতকাল বগুড়ার শহরতলীর কাঁঠালতলা ও বড় মসজিদ লেনের দুইটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

মাস্কের অতিরিক্ত দাম গ্রহণ করলে পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোমানা রিয়াজ

এই বিভাগের অন্য খবর

Back to top button