বগুড়ায় বিদেশ ফেরত ২ জন হোম কোয়ারেন্টাইনে
বগুড়ায় করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের আশঙ্কায় বিদেশ ফেরত ২ জন বাংলাদেশিকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। বগুড়ার এই নাগরিকরা সাম্প্রতিক সময়ে ইতালি ও কুয়েত থেকে দেশে ফিরেছেন।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, ইতালি থেকে ১ নাগরিক বগুড়া সদরে আসা বর্তমানে সুস্থ আছেন তার কোনো সমস্যা নেই । তবে নিয়ম অনুযায়ী তাকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
অপরদিকে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, সোনাতলা উপজেলায় কুয়েত থেকে কাতার হয়ে আসা যে ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যক্তিও সুস্থ আছেন। তাকেও ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্বাস্থ্য কর্মীরা বুধবার সকালে ঐ দুজনের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার সময় করণীয়গুলো তাদের পরিবারের সদস্যদের শিখিয়ে দিয়ে এসেছেন। তারা বর্তমানে সুস্থ রয়েছেন তাদের কোনো সমস্যা নেই বলে জানা গেছে।