জাতীয়
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার সকাল পৌনে দশটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ বস্তিটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বস্তিটিতে থাকা লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এছাড়া আগুনের ঘটনায় কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।
সকাল সাড়ে ১০টার এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছে দমকল বাহিনী। স্থানীয় লোকজনও আগুন নেভাতে দমকল বাহিনীকে সহযোগিতা করছেন।