কাহালু থানা পুলিশের করোনা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ
কাহালু থানা পুলিশের উদ্যোগ
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কাহালু থানা পুলিশের উদ্যোগে কাহালুর বিভিন্ন বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের মাঝে কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক সহ শিক্ষক-শিক্ষার্থী ও কাহালু থানার পুলিশ সদস্যবৃন্দ।
লিফলেট বিতরণ কালে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম বলেন, করোনা ভাইরাস নিয়ে কোন গুজব ছড়ানো যাবে না বা কোন গুজবে কান দেওয়া যাবে না। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে এর প্রতিরোধ করতে হবে। নিজ পরিবার থেকে শুরু করে এলাকাভিত্তিক সকলকে এর প্রতিরোধের উপায় সম্পর্কে অবগত করতে হবে।