বগুড়া সদর উপজেলা

বগুড়ায় চিকিৎসার জন্য খোলা হলো প্রায় ২০০ শয্যার করোনা ভাইরাস ইউনিট

প্রাণঘাতী করোনা চিকিৎসার জন্য বগুড়ার কয়েকটি হাসপাতালে খোলা হয়েছে প্রায় ২০০ শয্যার করোনা ভাইরাস ইউনিট। হাসপাতালগুলো হলো- বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাজাহানপুরে অবস্থিত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স।

বুধবার বগুড়া সিভিল সার্জন ডা. গাউসুল আজিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যদিও এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। তবু এটি মোকাবিলায় সারাদেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই ধারাবাকিতায় এ অঞ্চলের মানুষের করোনাভাইরাস চিকিৎসায় বগুড়ায় খোলা হয়েছে করোনাভাইরাস ইউনিট।

তিনি আরও জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে- ১৪, মোহাম্মদ আলী হাসপাতালে- ৪৫, টিএমএসএস মেডিকেল কলেজে- ২০ ও শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৫৫ শয্যা এবং প্রতিটি হাসপাতালের আইসোলেশন বিভাগে ২টি করে বেড সংরক্ষিত রাখা হয়েছে।

সূত্র
যায়যায় দিন

এই বিভাগের অন্য খবর

Back to top button