খেলাধুলা

ক্রিকেটার শফিউল ইসলামের বাবা আর নেই

ক্রিকেটার শফিউল ইসলামের বাবা মোঃ জাহিদুল ইসলাম দুলাল (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নান ইল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

আজ মঙ্গলবার দুপুর ৩:০০ ঘটিকায় ঢাকার শ্যামলি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার মৃত্যৃ হয়। এর আগে বাবার অসুস্থতার সংবাদ পেয়ে সিরিজ শেষ হওয়ার আগেই সিলেট থেকে ঢাকা ফিরতে হয়েছিলো পেসার শফিউল ইসলামকে। ফুসফুসের সমস্যা জনিত কারণে গুরুতর অসুস্থ শফিউল এর বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বেশ কয়দিন।

শফিউল ইসলামের ঘনিষ্ঠ বড় ভাই সজিব ইসলাম বগুড়া লাইভ কে জানান, শফিউলের বাবার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুরের নিজ বাসার সামনের মসজিদে। পরবর্তিতে বগুড়ার উদ্দেশ্য রওনা হবেন। বগুড়ায় আগামীকাল বুধবার বাদ যোহর শফিউলের বগুড়ার বাসার মসজিদে ২য় জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button