কাহালুতে হোম কোয়ারেন্টাইনে না থাকায় বিদেশ ফেরতের জরিমানা
করোনা মোকাবেলায় সরকারি নির্দেশ মোতাবেক বগুড়ার কাহালু উপজেলায় বিদেশ ফেরতদের উপর বিশেষ নজরদারি রাখছেন উপজেলা প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) হোম কোয়ারেন্টাইনে না থাকায় কাহালু সদর ইউনিয়নের খাজলাল গ্রামের বিদেশ ফেরত অজামিল চন্দ্রকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা ও কাহালু থানার পুলিশ সদস্যবৃন্দ।
অজামিল চন্দ্র গত ১৭ মার্চ ভারত থেকে দেশে ফিরে সরকারি আদেশ অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে বাইরে ঘোরাফেরা করা শুরু করেন। এ জন্য তাকে ভ্রাম্যমাণ আদাল এ জরিমানা করেন।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান বিদেশ ফেরত ব্যক্তিদের সঙ্গে সঙ্গে তথ্য দেওয়ার জন্য জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। তথ্য দেওয়ার জন্য
উপজেলা নির্বাহী অফিসার মোবাইল নম্বর ০১৭৩৩৩৩৫৪৪১,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ০১৭২০০১৭৩৮৫।