বগুড়া সদর উপজেলা
বগুড়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক
বগুড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছেন বগুড়া জেলা প্রশাসক জনাব ফয়েজ আহম্মাদ ।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া সদরের ফতেহ আলী বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ লিফলেট বিতরণ করেন এবং ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আহবান জানান। পাশাপাশি জনসাধারণ কে প্রয়োজনের অধিক দ্রব্য সামগ্রী না কেনার জন্য অনুরোধ করেন তিনি।
বগুড়া সিভিল সার্জন অফিসের তথ্যমতে গত ১৮ মার্চ পর্যন্ত বগুড়ায় ১০৩ জনকে করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে বলেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সিভিল সার্জন জনাব গাউসুল আজিম চৌধুরী, বগুড়া চেম্বার অব কমার্সের সহ সভাপতি জনাব মাহফুজুল ইসলাম রাজ