সারিয়াকান্দি উপজেলাসোনাতলা উপজেলা
করোনায় বগুড়া-১ আসনের উপ নির্বাচন স্থগিত
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে স্থগিত হয়ে গেলো বগুড়া-১ আসনের উপ নির্বাচন।
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ ঘোষনা দেওয়া হয়।
বগুড়া-১ আসন শূণ্য হয়েছে ২১ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
এক্ষেত্রে বগুড়া-১ আসনে ১৬ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করতে হবে বলে জানিয়েছেন সিইসি।