কাহালুতে বিভিন্ন পন্যের দাম বৃদ্ধি : ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা
করোনা অতঙ্ককে পুঁজি করে
আজ শনিবার বগুড়ার কাহালু বাজারে করোনা ভাইরাসের ভীতিকে পুঁজি করে নিদিষ্ট কারণ ছড়াই বিভিন্ন পন্যের দাম বেশি নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অপরাধে মুদিখানা ও কাঁচা বাজারের ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে ২টি মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির ও নিদিষ্ট কারণ ছড়াই পন্যের দাম বেশি নেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা করে। অন্য ৩টি দোকানে একই কারণে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আরও ৮টি দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই খায়ের উদ্দিন ও থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
করোনা ভাইরাসের সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে নায্য মূল্যে পণ্য বেচাকেনা করার জন্য বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন ইউএনও মোঃ মাছুদুর রহমান।