২৪ মার্চ থেকে বগুড়ায় সকল ধরনের কর্মকান্ড বন্ধ ঘোষণা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এবং জেলার সকল মানুষের স্বাস্থ্য কথা বিবেচনা করে শুধুমাত্র সরকারি কর্মকান্ড পরিচালনা ও করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কর্মকান্ড ব্যতীত বগুড়া জেলায় সকল ধরনের সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করেছে ।
এছাড়াও সেমিনার,সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন মেলা,যাত্রা, সার্কাস, গানের আসর,বহু লোকের উপস্থিতিতে বৈবাহিক অনুষ্ঠান এবং চা স্টল হোটেল রেস্তোরাঁয় আড্ডা, কমিউনিটি সেন্টার, পিকনিক স্পট,বিনোদন পার্ক,কোচিং সেন্টার, ক্লাবসমূহের গণজমায়েত, বিভিন্ন টূর্নামেন্ট, ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ/ওরশ মাহফিল,নামযজ্ঞ, কীর্তণসহ সকল প্রকার গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য ঘোষণা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন।
আজ সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বগুড়া জেলা ম্যাজিষ্ট্রেটের কার্যালয় ঘোষিত জেলা প্রশাসক ফয়েজ আহমেদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি ঘোষণা করা হয়।