জাতীয়
২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে আন্তঃনগর ট্রেন

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণরোধে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।
তিনি জানান, ২৬ মার্চ এর সব ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। ওইদিন থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল রাখা হবে। এখনও অফিস আদেশ হয়নি। তবে এর আগেই আদেশ হবে বলে আমাকে জানিয়েছেন ট্রাফিক ডিরেক্টর।
মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে।