উপজেলাকাহালু উপজেলা

কাহালুতে হোম কোয়ারেন্টিন নিশ্চিতে যৌথ অভিযান

সিভিল প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান

বুধবার বগুড়ার কাহালুতে নোভেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে সিভিল প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়।


অভিযান পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাজ্জাদ হোসেন, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ জাকারিয়া রানাসহ সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য ও কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তারবৃন্দ।

ইতিপূর্বে বিদেশ ফেরত ব্যক্তিরা কোনোভাবেই যাতে অন্য মানুষের সংস্পর্শে আসতে না পারেন তার জন্য কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান দিন রাতে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button