উপজেলাশেরপুর উপজেলা
বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : যুবক নিহত
বুধবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৫টায় বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃদুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃদুল হোসেন জয়পুর হাট জেলার পাঁচবিবি থানার চাঁচরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, ভোরে মহিপুর জামতলা এলাকায় নওগাঁগামী লবণ বোঝাই ট্রাক এবং ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লবণ বোঝাই ট্রাক উল্টে যায় এবং ট্রাকের উপরে থাকা যুবক মৃদুল চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এতে আহত হন আরও ৪ জন।
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন ইসলাম জানান, আহত ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।