বগুড়া সদর উপজেলা

বগুড়া জেলা পুলিশের শহর জীবাণুমুক্ত করার অভিযান শুরু

বগুড়া জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় জলকামান দিয়ে জীবাণু নাশক ওষুধ ছিটানোর উদ্বোধন করা হয় বুধবার দুপুরে।

বেলা ৩টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার। তিনি বলেন আমাদের এমন কার্যক্রম বগুড়ার ১১ টি উপজেলাতেও পর্যায়ক্রমে চলবে।

পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, জলকামানটির ধারণ ক্ষমতা ৬ হাজার লিটার যতবার প্রয়োজন ততবারই জীবানু নাষক ওষুধ ছিটানো যাবে। আরও বলেন পুলিশের করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশবাহিনীর সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছে। ইতিমধ্যে ২ হাজার ফেস মাস্ক ও সাড়ে ৪ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button