বগুড়া সদর উপজেলা
বগুড়ার ফুলবাড়ি এলাকায় করোনা প্রতিরোধে জীবাণুনাশক ঔষধ স্প্রে
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলার মুখ বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক সজল শেখ এর উদ্যোগে এলাকার বড় ভাই ছোট ভাইদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে তার নিজ এলাকা ফুলবাড়ি কারিগরপাড়ায় বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক ঔষধ স্প্রে করেন।
সজল শেখ জানান, আজ আমার এলাকা ফুলবাড়ি কারিগরপাড়ায় নিজ উদ্যোগে বড়, ছোটদের সাহায্য নিয়ে এলাকার বিভিন্ন স্থানে জীবানুনাশক ঔষধ স্প্রে করি। আমি মনে করি প্রতিটা এলাকায় এমন উদ্যোগ নেয়া উচিত।
তিনি আরও বলেন, আসেপাশের প্রতিবেশীকে করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হবেন না অবশ্যই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।