সারাদেশ

তিন বৃদ্ধকে কান ধরানো সাইয়েমা হাসানকে প্রত্যাহার

যশোরের মণিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় তুমুল সমালোচনার মুখে এসিল্যান্ড (উপজেলা সহকারী কমিশনার-ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গতকাল যশোরে হোম কোয়ারেন্টাইন না মানায় তিনজন বৃদ্ধকে তিনি জনসম্মুখে কান ধরিয়ে রাখেন।

এছাড়াও নিজের মোবাইল থেকেও ছবি তুলে রাখেন তিনি, এ ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরে এবং তুমুল সমালোচনার মুখে পরতে হয় সাইয়েমা হাসানকে।

অবশেষে আজ শনিবার সকালে এসিল্যান্ড (উপজেলা সহকারী কমিশনার-ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button