সোনাতলা উপজেলা
বগুড়ার সোনাতলায় করোনা সচেতনতায় লিফলেট বিতরণ
বাংলাদেশসহ সারাবিশ্ব করোনা ভাইরাসে মহামারী আকার ধারণ করায় প্রতিটি মুহূর্ত উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটছে বিশ্ববাসীর। কোন কোন দেশ প্রতিষেধক হিসাবে আশার আলো দেখালেও এখন পর্যন্ত কোন সুরাহা করতে পারছে না। তবে বিশেষজ্ঞ দের মতামত সচেতনতায় পারে করোনা ভাইরাস কে রোধ করতে।
সকল দুর্যোগ মুহুর্তে অন্যান্য বাহিনীর পাশাপাশি দেশ ও জাতির জন্য ভূমিকা রাখে আনসার বাহিনী। তারই অংশ হিসেবে আজ ২৯ শে মার্চ (রবিবার) দেশের এই দূর্যোগকালীন সময়ে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতায় বগুড়ার সোনাতলায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে আনসার ভিডিপি।
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ নাসিমুল ফেরদৌস ও তার সদস্য বৃন্দ। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার অনুরোধ জানান তিনি এবং সচেতন থাকতে বলেন।