নাগরিক সেবাবিনোদন

হতদরিদ্র ৫০০ পরিবারের পাশে হিরো আলম

সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম-সর্বত্র আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। মিউজিক ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি টেলিফিল্মে অভিনয় করেছেন।

মহামারি করোনা প্রকোপে অসহায় হয়ে পড়েছেন মানুষ। এই দুর্যোগে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন হিরো আলম। নিজ জেলা বগুড়া, শেরপুর ও নন্দীগ্রাম এলাকার ৫০০ ছিন্নমূল মানুষের মধ্যে চাল-ডাল ও নিত্যপণ্য বিতরণ করেন তিনি।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘বিপদে মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য। আমি খুব ক্ষুদ্র মানুষ। আমি যে হিরো আলম হয়েছি তা এমন মানুষদের জন্যই। তাই দেশের এমন দুর্যোগে তাদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।’

হিরো আলম অভিনীত সিনেমা ‘সাহসী হিরো আলম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন—সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.