বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ২২০০ পরিবারের পাশে দাড়ালেন কাউন্সিলর টিপু

করোনা সংকটকালে ২২০০ পরিবারের মাঝে চাল, ডাল,আলু, তেল, মাস্ক ও সাবান ইত্যাদি সামগ্রী বিতরন করলেন বগুড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু।
বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডে আটাপাড়া, চকড় পাড়া, শাহ পাড়া,খা পাড়া, ঘোনপাড়া, সুলতানগঞ্জ পাড়া, নিশিন্দারা উত্তর পাড়া, গোয়ালগাড়ী এলাকায়
আজ শনিবার পর্যন্ত কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর নিজস্ব অর্থায়নে ২২০০ পরিবারের মাঝে চাল, ডাল,আলু, তেল, মাস্ক ও সাবান ইত্যাদি সামগ্রী বিতরন করা হয়।
কাউন্সিলর টিপু বলেন, বর্তমান করোনা সংকটকালীন অভাবগ্রস্থ মানুষ খাবারের অভাবে না থাকে সে লক্ষ্যেে আমি কাজ করে যাবো। এছাড়াও এলাকায় মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আহবান করেন।