বগুড়ায় ৭ বছরের শিশুর লাশ উদ্ধার
বগুড়া শহরের খান্দারে লুনা নামে ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া সংবাদে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল লাশ উদ্ধার করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত লুনা খান্দার কসাইপাড়া এলাকার ফজলুর রহমানের মেয়ে। সে ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, নিহত শিশু লুনা প্রতিদিনের মতো বাড়ির পাশেই খেলার জন্য বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর থেকে শিশুটির আত্মীয়-স্বজন সম্ভাব্য জায়গায় খুঁজে পায়নি। তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। পরে রাত ১০টার দিকে খান্দার কসাইপাড়া ৪তলা ভবন সংলগ্ন এলাকার একটি গলিতে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে শিশুটির পিতা ফজলুরকে খবর দেয়। ফজলুর গিয়ে শিশুটির লাশ শনাক্ত করে। শিশুটির গলা এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্নও আছে।