করোনা আপডেট
সারাদেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ২৯ জন,মৃত্যু ৪ জন
সারাবিশ্বে কোভিড-১৯ আক্রান্তের মৃত্যুর মিছিলে বাংলাদেশে করোনায় নতুন আক্রান্ত ২৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের।
সোমবার (৬ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অনলাইনে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
সাংবাদিকদের স্বাস্থ্য মন্ত্রী বলেন, “এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৭ জনে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “আগামী ৩০ দিন জাতির জন্য সংকটপূর্ণ। তবে, সাবধানে থাকলে জাতিকে রক্ষা করা সম্ভব।”