বগুড়া সদর উপজেলা

বগুড়ায় শাখারিয়া ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ



হারুন উর রশিদ (বগুড়া সদর প্রতিনিধি): সারাদেশে করোনা ভাইরাসের প্রভাবে দেশের অর্থনৈতিক অবস্থা দূর্বিষহ হওয়ায় কর্মহীন জনগণের পাশে দাড়াতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত প্রতিটি গরীব অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম হাতে নেন।

তারই ধারাবাহিকতায় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ২০০ জন গরীব ও কর্মহীন জনগণের মাঝে জি আর প্রকল্পের (২য় ধাপে) ১০ কেজি চাল ও ২ কেজি করে আলু বিতরন করা হয়।

৮ এপ্রিল (বুধবার) সকালে জনগণের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬ নং শাখারিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গরীব, দুস্থ ,দিন-মজুর ও শ্রমিকদের মাঝে ২ মেক্ট্রিক টন চাল বিতরন করেন শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল।


এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা সমাজসেবা অফিসার জনাব আতাউর রহমান, ইউপি সচিব মশিউর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম বোবলা, মিজানুর রহমান, নেছার উদ্দিন, এনামুল হক, আজেদা বেগম, আ: মান্নান প্রাং, ডাঃ মুঞ্জুরুল হাসান, মোছা রানিমা ইউপি ডিজিটাল উদ্যোক্তা মোছাঃ মিতা খাতুন,সৈকত আহমেদ প্রমুখ।

চাল বিতরণ কালে শাখারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের গরীব-অসহায়, অসচ্ছল পরিবারের অবস্থা শোচনীয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button