বগুড়া সদর উপজেলা

সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০১৩ ব্যাচের উদ্যোগে ত্রাণ বিতরণ

বগুড়া সদরের সাবগ্রামে করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে কর্মহীন, দরিদ্র, অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০১৩ ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে সাবগ্রামের চান্দপারা,চকআলম,খামারকান্দীসহ কয়েকটি এলাকার নিম্ন আয়ের ৭০ পরিবারের ঘরে ঘরে গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ১/২ কেজি ডাল, ১/২ বোতলের তেল, ও সাবান।

এসময় উপস্থিত ছিলেন উক্ত ব্যাচের, ফজলে রাব্বি,মীম,সোহাগ,আশিক,শাহীন,তায়েব,রাব্বী,মানিক, সবুজ প্রমুখ।

এ সময় বন্ধু মহলের সদস্যরা জানান, দেশের করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মানতে দিনমজুর শ্রমজীবী মানুষরা কর্মহীন হয়ে পড়েছে।
ফলে এইসব কর্মহীন, দরিদ্র,অসহায় মানুষরা মানবেতর জীবন-যাপন করছে। আমাদের এস.এস.সি ২০১৩ ব্যাচের বন্ধু মহলের পক্ষ থেকে আমরা নিজেদের অর্থায়নে এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করব সমাজের বিত্তবান ব্যক্তিরা সবাই হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়াবেন এবং এই ক্রান্তিলগ্নে উনাদের হাত প্রসারিত করে দিবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button