করোনায় দুস্থদের পাশে বিসিপিএসসির এসএসসি’১২ ও এইচএসসি’১৪ ব্যাচ
সারাদেশে করোনার মহামারীতে দিশেহারা নিম্ম আয়ের মানুষজন।
কর্মহীন অবস্থায় বাড়িতে থাকায় বন্ধ হয়ে গেছে রুজি রোজগার।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি ২০১২ এবং এইচএসসি ২০১৪ সালের ব্যাচের বন্ধুরা সবাই নানা দুর্যোগে দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে সব সময়।
এরই ধারাবাহিকতায় দেশের এই ক্রান্তিলগ্নে ব্যাচের বন্ধুরা মিলে এলাকা ভিত্তিক অসহায় ১৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বগুড়া শহরের প্রায় প্রতিটি এলাকায় উপহার দেয়া হয় এছাড়াও বগুড়ার শেরপুর উপজেলাতেও কয়েকটি পরিবারের মাঝের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। মাত্র পাঁচ দিনের বন্ধুরা মিলে অর্ধলক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করেছেন।
বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে মহামারী আকারে পড়ার অসহায় ১৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১টি সাবান দেওয়া হয়েছে পরিবারগুলোকে।
ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজনের সমন্বয়ক জোবায়ের রহমান পামির