কাহালু উপজেলা
বগুড়ার কাহালুতে পাঁচ শতাধিক চারা কর্তন করলো দূর্বৃত্তরা
বগুড়ার কাহালুতে ফসলি জমির পাঁচ শতাধিক পেঁপে ও মরিচ গাছের চারা কর্তন করে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা।
কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের ভেটি সোনাই গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল বাছেদের পুত্র আরিফুল ইসলাম তার ৪৫ শতাংশ জমিতে পেঁপে ও মরিচ রোপন করে।
আজ সকালে জমিতে গিয়ে দেখে তারা জমিতে পেঁপে ও মরিচের চারা গাছ কেটে রেখে গেছে।
আরিফুল ইসলাম জানান, একই এলাকার বাদশা মিয়ার সাথে তার পূর্ব শত্রুতা ছিলো।
এ ব্যাপারে কাহালু থানায় পূর্ব শত্রুতার জেরে বাদশা মিয়াকে অপরাধী করে একটি অভিযোগ দায়ের করেন আরিফুল ইসলাম।
কাহালু থানার উপ পরিদর্শক মানিক মিয়া জানান, জমিতে কয়েক শতাধিক চারা রাতের অন্ধকারে কে বা কারা চারা গাছ কর্তন করেছে যার ফলনযোগ্য মূল্য কয়েক লক্ষাধিক টাকা হতে পারে।
তিনি আরো জানান,এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে,তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো