বগুড়া সদর উপজেলা
বগুড়ার রাজাপুরে ১৫৭ পরিবারের মাঝে চাল বিতরণ
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাভাবিক কর্মকান্ড বন্ধ থাকায় সবচেয়ে দুর্ভোগে পরেছেন নিম্ম আয়ের মানুষ।
কাজ না থাকায় দিন এনে দিন খাওয়া মানুষদের এখন কষ্টের শেষ নেই।
এই ভোগান্তির শেষ কবে জানে না কেউই, আরো কতদিন এভাবে চলতে হবে এমন শঙ্কা নিয়ে দিন কাটছে এসব নিম্ন আয়ের মানুষদের।
করোনার এই বিপর্যয়ে দিন এনে দিন খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত চাল বিতরণ কর্মসূচি পালন করেন বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনী মাষ্টার।
আজ ১৪ এপ্রিল সকাল ১০ টা হতে রাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫৭ টি পরিবারের মাঝে চাল বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আয়ুব আলী।