বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, দোকানদারের মৃত্যু
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর পশ্চিমপাড়ায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে আব্দুল জলিল (৬০) নামের এক মুদির দোকানদার গুরুত্বর আহত হয়। এ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল জব্বার নামের এক ব্যক্তি গ্রামের রাস্তা দিয়ে প্রাইভেটকার চালিয়ে খরনা যাচ্ছিলেন। সাজাপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ প্রাইভেটকারের সামনের চাকা পাঞ্চার হয়ে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়ে।
এতে দোকানদার আব্দুল জলিল গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি মর্গে রাখা হয়েছে।