করোনা আপডেট
নতুন করে ১৩’শ মৃত্যুর খবর প্রকাশ চীনের

কোভিড-১৯ পৃথিবীজুড়ে দেড় লাখের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উনাহে এর সংখ্যা আরো বেশী বলে ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতামতও সেরকমই বলছে।
যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে, আক্রান্ত-মৃতের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছেনা জিনপিং প্রশাসন।
অন্যদিকে নতুন করে ১৩’শ মানুষের মৃত্যু সংবাদ দিয়েছে চীন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ৮৬৯ জন হলেও, তালিকায় নতুন করে ১ হাজার ২৯০ জনের নাম যোগ করা হয়েছে। সংশোধন করা হয়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন ৩২৫ জন যোগ করে উহানে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫০ হাজার ৩৩৩ জন।