বগুড়া সদর উপজেলা
বগুড়ায় অসহায় মানুষকে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছেন ডা: পার্থ
বর্তমান করোনা সংকটকালীন সময়ে বগুড়ায় ডাঃ এন সি বাড়ই এর নেত্রালয় চক্ষু হাসপাতালের পক্ষ থেকে চেলোপাড়ায় না খেতে পাওয়া প্রান্তিক ২০০ মানুষের মধ্যে ত্রান বিতরন করছেন তার ছেলে ডাঃ পার্থ সারথি বাড়ই।
তিনি নিয়মিত তার নিজস্ব চেম্বার বগুড়ার ঠনঠনিয়াতে চোখের সমস্যার রোগী দেখছেন সেই সাথে অনলাইনের মাধ্যমে সব রকমের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
ডা: পার্থ সারথি বাড়ই জানান, বর্তমানে কিছু ডাক্তার ঘরে বসে সময় কাটাচ্ছেন আবার কিছু ডাক্তার চিকিৎসা সেবায় নিজের জীবন দিচ্ছেন, ডাক্তার পেশায় এসেছি মানুষকে সেবা দেওয়ার জন্য বর্তমানে এই ক্রান্তিময় সময়ে যদি মানুষকে সেবাই না দিতে পারি তাহলে ডাক্তার পেশায় এসে কি লাভ। বর্তমান পরিস্থিতিতে আমার এই চিকিৎসা ও খাদ্য সহায়তা সেবা চলমান থাকবে।