নাগরিক সেবাবগুড়া সদর উপজেলা

বগুড়া অনলাইন সেচ্ছাসেবী সংগঠনের খাদ্য সামগ্রী বিতরন

প্রাণঘাতি করোনা ভাইরাসে স্থবির হয়ে পরেছে জনজীবন। এই জনজীবনের সব চেয়ে বেশী বিপাকে পরেছে নিম্ন আয়ের দিন আনা দিন খাওয়া মানুষের তিন বেলা খাবার যোগাড়ের কষ্ট । এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছে বগুড়া অনলাইন সেচ্ছাসেবী (BOSS) পরিবার । তারি ধারাবাহিতায় বগুড়ার বিভিন্ন এলাকায় ১৮০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয় ।

এসময় সংগঠনের পরিচালক বলেন এমন কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই । সংগঠনের সহ-সভাপতি আরিফ শেখ বলেন, আমাদের পাশে যদি বিত্তবান মানুষেরা এগিয়ে আসে তাহলে আরো বেশী মানুষের খাবারের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ ।

তাই তিনি সবার সহযোগীতা চেয়েছেন । এ সময় আরো উপস্থিত ছিলেন সভাপতি সাইদুর রহমান । নিরলস ভাবে সহযোগীতা করেন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক দিরোজ আহম্মেদ, সহ-ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক সাজু, সহ সাধারন সম্পাদক ফেরদৌস, জিসান মন্ডল, জিসান মন্ডল (২), এ সময় আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

সংগঠনের সবার এমন দূর্দীনে রক্ত ডোনেশন করে যাচ্ছে, দিন – রাত যেখানেই রক্তের প্রয়োজন ছুটে চলেছে সেখানেই ।

এই বিভাগের অন্য খবর

Back to top button