করোনা আপডেট

দেশে আক্রান্তদের মধ্যে যুবকদের সংখ্যা বেশী

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় দেশে করোনায় বেশী আক্রান্ত হচ্ছেন যুবকরা এবং বৃদ্ধদের(ষাটোর্ধ) মৃত্যুর হার বেশী।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয় আক্রান্তদের বয়সভিত্তিক বিভাজনের মধ্যে ২৭ শতাংশ ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ২২ শতাংশ ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১৯ শতাংশ ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। আর আক্রান্তদের ৬২ ভাগ পুরুষ এবং ৩৮ ভাগ নারী।

উল্লেখ্য গত ২৪ ঘন্টায় কোভিড ভাইরাসে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪ জন। নতুন শনাক্ত ৩০৬ জনসহ দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জন।

তরুণ ও যুবকদের অনেকেই হোম কোয়ারেন্টাইন না মানায় তাদের সংক্রমণের হার বেশী বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

আক্রান্তদের অর্ধেকের বয়স ২১-৪০ বছরের মধ্যে। এদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ। মৃতদের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার, সবশেষ মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জনের বয়সই ষাটের বেশি। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলায় কঠোর হতে বলছেন বিশেষজ্ঞরা।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button