করোনা আপডেট
বগুড়ার সাবগ্রামে জ্বর শ্বাসকষ্ট নিয়ে মৃত ব্যক্তির শরীরে করোনা নেগেটিভ
জ্বর শ্বাসকষ্ট নিয়ে গত ১৬ এপ্রিল বগুড়ার সাবগ্রামের মারা যাওয়া এনামুল হকের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস পাওয়া যায়নি, আজ ১৯ এপ্রিল বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ৪২ বছর বয়সী ঐ ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানার লক্ষণ নিয়ে বিকেল পৌণে ৬টার দিকে আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪০মিনিটে তার মৃত্যু হয়