করোনা আপডেট
বগুড়ায় ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ৭৩জন, মোট ১৩৩১
বগুড়ায় ২৪ঘন্টায় নতুন করে ৭৩জন হোম কোয়ারেন্টাইনে। এদের মধ্যে শিবগঞ্জে-২৫,আদমদিঘীতে-১৮,শেরপুরে-১১এবং শাজাহানপুরে-১৯জন।
২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩৮জন। বগুড়ায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে- ১৩৩১জন। জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।
উপজেলাভিত্তিক হোম কোয়ারেন্টাইন –
সারিয়াকান্দি-১৫৯, সোনাতলা-১১৫, শিবগঞ্জ-৪৮৯, আদমদিঘী-৫৯, দুপচাঁচিয়া-১৩১, কাহালু-১৮৬,নন্দীগ্রাম-০২, শেরপুর-৩৬, ধুনটে- ১৪, সদর-১৯, গাবতলী-৪৮ ও শাজাহানপুর-৭৩
এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ৫জন। ২জন(রংপুর+আদমদিঘী) করোনায় আক্রান্ত। বাকি ৩জনের নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি।