রাজাবাজার ও ফতেহ আলীর পাইকারি দোকান সকাল ১০টা পর্যন্ত
আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর করা হবে।
করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজারসহ রেল লাইনের উপর পাইকারি দোকান সকাল ১০টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বগুড়া জেলা পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
এদিকে রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ জানিয়েছেন, রাজাবাজার, ফতেহ আলী ও রেল লাইনের উপরের খুচরা বাজারসমূহ শহরের নবাববাড়ি রোডে নেয়া হয়েছে। তবে সরকারি নির্দেশনা মোতাবেক পাইকারি ব্যবসায়ীরা প্রতিদিন ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত তাদের দোকান খোলা রাখতে পারবে।
সনাতন চক্রবর্তী আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে পাইকারী দোকানগুলো প্রতিদিন সকাল ১০ টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।