করোনা আপডেট
বগুড়ার সাবগ্রামে শ্বাসকষ্ট নিয়ে আরো একজনের মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে গত ১৭ এপ্রিল ভর্তি হওয়া ২৮ বছরের যুবক মারা গেছে। ১৮ তারিখ তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছিলো এখনো তার ফলাফল আসেনি।
মারা যাওয়া যুবকের নাম জাকিরুল ইসলাম, সাবগ্রামের আকাশতারা এলাকায় তার পরিবার নিয়ে থাকতেন, সাতমাথায় তিনি একটি চটপটির ব্যবসায় জড়িত ছিলেন। মারা যাওয়া যুবকের শরীরে করোনা ভাইরাস আছে কি না নিশ্চিত নন, জানিয়েছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।
অপরদিকে বগুড়া দুপচাঁচিয়া উপজেলা হতে ৫৩ বছরের এক মহিলা জ্বর সর্দি শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে তার আগে থেকেই এ্যাজমা সমস্যা ছিলো বলেন জানান হাসপাতালের আরএমও ডাঃ শফিক আমিন কাজল