করোনা আপডেট

বগুড়ায় নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনা পজিটিভ

বগুড়ার আদমদিঘী থানার সান্তাহার সাহেবপাড়ায় নারায়ণগঞ্জ ফেরত ২৮ বছরের যুবক কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত। ৬ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বগুড়া আসার পর করোনার সামন্য উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়।

২১ এপ্রিল মঙ্গলবার তার ফলাফল সিভিল সার্জন অফিসে পৌছেছে, এবং করোনা পজিটিভ বিষয় টি আজ ১১.৩০ মিনিটে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনা পজিটিভ ২৮ বছরের যুবক তার বাড়িতে অবস্থান করছেন,তবে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে আইশোলেশন ইউনিটে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।

এর আগে আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়নের শাঁওইল গ্রামের ২৯ বছরের এক পুলিশ কনস্টেবলের করোনা পজিটিভ পাওয়া যায়। এনিয়ে বর্তমানে বগুড়ার একই উপজেলায় করোনা পজিটিভ হলেন ২ জন ব্যক্তি

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, নারায়নগঞ্জ ফেরত করোনা পজিটিভ ব্যক্তি যেদিন বগুড়ায় আসে সেদিন থেকেই বাড়িটি লকডাউন করে রাখা হয়েছে, এবং বাড়িতে লাল পতাকা লাগিয়ে রাখা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button